প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:৫৫ পিএম

সব জল্পনা-কল্পনা আর ভূ-রাজনৈতিক সমীকরণের ইতি টেনে মার্চেই চীন সফরে যেতে মনস্থির করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আর মে মাসে বাংলাদেশের উন্নয়নে অব্যাহতভাবে সহায়তা প্রদানকারী বন্ধু রাষ্ট্র জাপানও সফর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহে হবে প্রধান উপদেষ্টার বেইজিং সফর আর মে মাসের শেষ সপ্তাহে যাবেন টোকিও সফর। সফরকালে চীনের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট শি জিন পিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক হবে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন- মূলত দুই দেশ পৃথক বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণের জবাব যাওয়ার আগেই (ঝুলে থাকা অবস্থায়) দেশ দু'টির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে বৈঠকের প্রস্তাব পায় ঢাকা। বহুপক্ষীয় আয়োজনের পাশাপাশি শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব প্রধান উপদেষ্টাকে ইতিবাচক চিন্তার সূযোগ করে দেয়। অবশ্য এ নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নিয়েছেন।
সব মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৬-২৯ মার্চ প্রধান উপদেষ্টা চীন সফর করবেন। এখন পর্যন্ত যেভাবে কর্মসূচিটি সাজানো হয়েছে- তাতে ২৬ শে মার্চ চীনের উদ্দেশে তিনি ঢাকা ছেড়ে যাবেন। পরদিন দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। ২৮শে মার্চ তিনি বেইজিংয়ে শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ২৯ মার্চ তার দেশে ফেরার কথা
টোকিও সফর হবে ২৯ ও ৩০ মে
এদিকে সেগুনবাগিচা জানিয়েছে, প্রস্তাবিত সূচী মতে জাপানের রাজধানী টোকিওতে ২৯ ও ৩০ মে নিক্কেই ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইড লাইনে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।