শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
হাবিপ্রবিতে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণইফতার আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:০০ পিএম

জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণইফতারের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা। শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৩০০০ জনেরও অধিক শিক্ষার্থী একসঙ্গে ইফতার করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই গণইফতার উপলক্ষে আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে শিক্ষার্থীদের ঢল নামতে শুরু করে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দল বেঁধে নুর হোসেন মাঠে উপস্থিত হতে থাকেন। ইফতারে নারী শিক্ষার্থীদের জন্য পর্দার ব্যবস্থা থাকায় নারী শিক্ষার্থীদেরও উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। 

ইফতারের পূর্বে সাওমের তাৎপর্য নিয়ে আলোচনা ও জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়৷
গণইফতারের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, আমরা জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও গণইফতারের আয়োজন করেছি। আর এই গণইফতারে স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়েছেন বলে আমি মনে করি। শুধু তাই নয় এই গণইফতার সামাজিক ও ধর্মীয় একতা প্রকাশের অন্যতম মাধ্যম। এই গণইফতার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। এ ধরনের আয়োজন শুধু ইফতার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ক্যাম্পাসে পারস্পরিক সহমর্মিতা, ঐক্য ও একসঙ্গে চলার মানসিকতাকে উৎসাহিত করে। আর এই সহমর্মিতা, ঐক্য ও একসঙ্গে চলার নীতি নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com