বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশ নিয়েও আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:০৭ AM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠক হয়েছে। এতে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। গত বুধবার (৫ মার্চ) যুক্তরাজ্যের সেভেনকসের চেভেনিং হাউজে হওয়া ওই বৈঠকে ইউক্রেন ও বাংলাদেশ ইস্যুও উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এস জয়শঙ্কর জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর।

জয়শঙ্কর পোস্টে লিখেছেন, ‘আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং কমনওয়েলথসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে আলোকপাত করেছি।’

তিনি এ-ও লিখেছেন, ‘একটি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে।’

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন নীতিতে পরিবর্তন এনেছে। এরপর থেকে যুদ্ধ এবং এটি নিয়ে ইউরোপীয় কৌশল ও সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রভাগে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

গত বছরের আগস্টে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যের কাছে আশ্রয় চেয়েছিলেন বলে শোনা গিয়েছিল।

যদিও যুক্তরাজ্য বলেছিল, এমন পরিস্থিতিতে আশ্রয় দেওয়া কোনো আইনি বিধান তাদের নেই।

শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য।

তিনি সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) দায়িত্বেও ছিলেন। তবে সমালোচনার মুখে গেল জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসে। এরপর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।

এস জয়শঙ্কর বৈঠকের ব্যাপারে বলেছেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতা এবং দুই দেশের জনগণের বিনিময়ের ওপর আলোকপাত করেছি। যাতে করে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়া যায়।’

জয়শঙ্কর ৪ ও ৫ মার্চের কিছু সময় চেভেনিং হাউজে ছিলেন। এটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com