বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক তিনদিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:২৩ পিএম আপডেট: ০৬.০৩.২০২৫ ১১:৩৬ PM

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক হারিচুর রহমান সোহানকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহান ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাকে ১৮ ফেব্রুয়ারি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ইউনিট বা সিটিটিসি বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। সোহানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে।

ওসি দাউদ হোসেন বলেন, ‘শ্রমিক লীগ নেতা সোহানকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর সিটিটিসি আমাদের কাছে হস্তান্তর করে। পরেরদিন তাকে আদালতে তোলা হয় এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) অথবা শনিবার তাকে আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।’

জানা গেছে, আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দুদক তদন্ত করছে। ইতোমধ্যে তাদের পরিবারের ১০ সদস্যের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়েছে।

অভিযোগে রয়েছে, হারিচুর রহমান সোহান তার বোনজামাই কারাবন্দি সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ছিলেন। আছাদুজ্জামান মিয়া ও তার শ্যালক হারিচুর রহমান নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। সোহানের নামে ঢাকায় পরিবহন ব্যবসা রয়েছে। মধুমতি ও মৌমিতা পরিবহনের পরিচালক তিনি। 

এছাড়া সোহান নিজেকে পিওর গোল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান। এসব ব্যবসায় আছাদুজ্জামানই বিনিয়োগকারী বলে জানা গেছে।

এছাড়া শ্রমিক লীগের এই নেতার নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com