শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের অতিরিক্ত সচিবের সাক্ষাৎ, চিঠি হস্তান্তর
খান আমিন
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী। 

বুধবার (৫ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রদূত সিদ্দিকী এসময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার কাছে নিয়ে যান এবং পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন। 

উভয় পক্ষই গত বছরের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলন ও একই বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে ৭৯তম UNGA-এর সাইডলাইনে তাদের বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে। 

এ ছাড়াও একই বছরের অক্টোবরে সামোয়ার আপিয়াতে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা এবং উপ-প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন তারা।

উভয় পক্ষই পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শের আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করে। এ ছাড়াও পর্যটন খাতে সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ইস্যু এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। 

সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের গুরুত্বও তুলে ধরা হয় আলোচনায়। 

এ সময় অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) এর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com