শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব   প্রশাসনিক ক্যু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না: জামায়াত আমির   মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক ও ঐকবদ্ধ থাকতে হবে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১:৪২ পিএম

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও ঐকবদ্ধ থাকতে হবে। 

সোমবার বিকেলে রাজধানীর বনানী ডিআইটি মাঠে বানানী থানা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারন আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে।

এসময় আমিনুল হক বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। জনবান্ধন দল। আমাদের দলের প্রত্যকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী সুশৃঙ্খল দায়বদ্ধ কর্তৃব্যবদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 

এ সময় তিনি তার বক্তব্যে দলের নেতাকর্মীদের কোন ভাইয়ের লোক না হয়ে দলের লোক হওয়ার আহবান জানিয়েছেন। কারন যারা এসব ভাইয়ের রাজনীতি করেন তারা এক সময় থাকবে না কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনো অন্যায় করা চলবে না কারন দলে কোন অপরাধের আশ্রয় নাই। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে গত ১৭ বছরের রেখে যাওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংষ্কার করে নতুনভাবে ঢেলে সাজাতে পারবে। 

বনানী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হাবিব উল্লাহ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক,আক্তার হোসেন, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দীন, শাহআলম, মাহাবুব আলম মন্টু, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর সদস্য এজিএম শামসুল হক, আলী আকবর আলী, রেজাউর রহমান ফাহিম, আবুল কালাম আজাদ, ফারুক হোসাইন ভূইয়া, মাহবুব আলম ভূইয়া শাহিন, ডা. একেএম কবির আহমেদ রিয়াজ,শামীম পারভেজ,নুরুল হুদা ভূঁইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, যুবদল মহানগর উত্তরের সভাপতি শরীফ উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবকদল মহানগর সভাপতি শেখ ফরিদ আহমেদ, কৃষকদল মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, তিতুমীর কলেজ ছাত্রদল সভাপতি ইমাম হোসেন, খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক সিএম আনোয়ার হোসেন, রানা চৌধুরী, কাফরুল থানা বিএনপির সদস্য আলমগীর হোসেন, শাহাদাত হোসেন,উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ খান,মোঃপুর থানা বিএনপি যুগ্মআহবায়ক মীর মোঃ কামাল হোসেন, থানা বিএনপি সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ, ৩৩নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ ওসমান গণি সেন্টু,তুরাগ থানা বিএনপি আহবায়ক সদস্য আব্দুল আলী প্রমুখ।

সকালে পল্লবী ও রুপনগর থানা বিএনপি আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ ও তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় বক্তব্য দেন আমিনুল হক। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com