শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩:২২ পিএম

অভিনেতা সুনীল শেঠি, সংগৃহীত ছবি

অভিনেতা সুনীল শেঠি, সংগৃহীত ছবি

প্রায় চব্বিশ বছর আগে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল বিশ্ব। আর সেই সময়ে মার্কিন মুলুকে থাকার কারণে ‘মূল্য’ চোকাতে হয়েছিল বলিউড অভিনেতা সুনীল শেঠিকে। তাকে ঘিরে ধরেছিল মার্কিন পুলিশ। বন্দুক উঁচিয়ে ধরে বলা হয়েছিল, ‘মাথা নিচু না করলে গুলি করব’।

দুই যুগ পর সম্প্রতি সে সময়ের ঘটনা এক সাক্ষাৎকারে শেয়ার করলেন অভিনেতা। 

সুনীল জানান, তিনি সেই সময় লস অ্যাঞ্জেলসে ছিলেন। শুটিং চলছিল ‘কাঁটা’ সিনেমার। সুনীল যে হোটেলে ছিলেন সেখানেই তাকে ঘোরতর বিপত্তির মধ্যে পড়তে হয়েছিল।
 
অভিনেতাকে বলতে শোনা গেছে, ‘আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল দাড়িটার জন্যই।’ এর মাত্র কয়েকদিন আগেই আমরা শুটিং শুরু করেছি। আমি হোটেলে ঢুকে পড়ে লিফটে উঠেছি, মনে পড়ল চাবি ফেলে এসেছি। এক মার্কিন ভদ্রলোক সামনেই ছিল।

তার কাছে জানতে চাইলাম, ‘আপনার কাছে কি চাবি আছে। আমারটা ফেলে এসেছি। অথচ আমার সহকর্মীরা এখানে নেই।’ 
উনি সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করলেন। হইচই ফেলে দিলেন একেবারে।

কয়েক মিনিটের মধ্যেই দেখি পুলিশ ছুটে এসে বন্দুক তাক করে বলছেন, ‘মাথা নিচু না করলে গুলি করব।’ 

সুনীল জানিয়েছেন, তাকে হাঁটুতে ভর দিয়ে বসতে বলা হয়েছিল। হাতে পরানো হয়েছিল হাতকড়া। যদিও শেষ পর্যন্ত প্রোডাকশন টিম ও হোটেলের ম্যানেজার সেখানে উপস্থিত হওয়ায় বড়সড় সমস্যায় আর পড়তে হয়নি সুনীলকে।

প্রসঙ্গত, ‘রিজর্ভয়্যার ডগস’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল ‘কাঁটা’। ছবিতে সুনীল শেঠি ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, কুমার গৌরব প্রমুখ। 

এই মুহূর্তে সুনীল ব্যস্ত বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে। যার মধ্যে অন্যতম অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো ছবি। থাকবেন পরেশ রাওয়াল, জনি লিভার ও রাবিনা ট্যান্ডনও। পাশাপাশি ‘হেরা ফেরি ৩’ ছবিটি নিয়েও প্রত্যাশার পারদ চড়ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com