শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত   মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইমরান খানকে মুক্তি দিতে মার্কিন কংগ্রেসম্যানের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৪ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের কাছে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন।

তিনি এক্সে গত ৭ ফেব্রুয়ারি এক চিঠি প্রকাশের মাধ্যমে পাকিস্তানের বেসামরিক ও সামরিক বাহিনীর কাছে এই আহ্বান জানিয়েছেন।  

জো উইলসন বলেছেন, এতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যবর্তী সম্পর্ক শক্তিশালী হবে। উইলসন নিজে সাউথ ক্যারোলাইনার সেকেন্ড কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন। সংখ্যাগরিষ্ঠ দলের সহকারী হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। 

চিঠিতে লিখেছেন, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে ইমরান খানকে মুক্ত করে দেয়ার এই চিঠি পাঠাতে পেরে গর্বিত মনে করছি। অনলাইন নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে জিও নিউজ। ইমরান খানের মুক্তির ওপর জোর দিয়ে তিনি লিখেছেন, এ ইস্যুতে আমি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো। 

পাকিস্তান গণতান্ত্রিক হলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক হবে শক্তিশালী। ইমরান খানকে মুক্তি দিন। ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, এই দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক হবে উভয় দেশের জাতীয় স্বার্থের পক্ষে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কমপক্ষে ৭৫ বছর। এ সময়ে যখনই পাকিস্তান গণতান্ত্রিক আদর্শের আইনশৃঙ্খলা বজায় রেখেছে, তখনই আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে। এক পর্যায়ে তিনি ইমরান খানকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন। 

তিনি বলেন, ইমরান খানের সঙ্গে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে। বিশেষ করে চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং যুদ্ধাপরাধী ভøাদিমির পুতিনকে তিনি কঠোরভাবে সমর্থন করেন। তবে ব্যালটের লড়াইয়ে পরিবর্তন ছাড়া রাজনৈতিক অভিযোগে রাজনৈতিক বিরোধীদের আটক করা অন্যায়। এমন হলে গণতন্ত্র কাজ করতে পারে না। ওই চিঠিতে তিনি পাকিস্তানি কর্মকর্তাদেরকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানবাধিকার, আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান। শেষে তিনি পাকিস্তানের প্রতি উদাত্ত আহ্বান জানান ইমরান খানকে মুক্তি দিতে।

এর অল্প কয়েক ঘণ্টা পরে যুক্তরাষ্ট্রের এই কংগ্রেসম্যান কংগ্রেসে বক্তব্য রাখেন। আবারো তিনি ইমরান খানকে মুক্ত করে দেয়ার আহ্বান জানান। শুক্রবার তিনি কংগ্রেসে ভাষণ দেন। সেখানে উইলসন তার চিঠির বিষয়বস্তু তুলে ধরেন। এতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে আটকে রেখে গণতন্ত্রকে খর্ব করছে পাকিস্তানের সেনাবাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প একটি দুর্নীতিবাজ বিচারব্যবস্থা থেকে রক্ষা পেয়েছেন। তিনি জানেন এমন বিচারের বিপদটা কী। পাকিস্তানের উচিত ইমরান খানকে ছেড়ে দেয়া। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করার পরামর্শ এটাই প্রথম নয় উইলসনের। 

এর আগে ২৩ জানুয়ারি কংগ্রেসম্যান জো উইলসন এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন ফ্রি ইমরান খান। উইলসনের এই চিঠি এক্সে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ব্যাপক সমর্থন পেয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com