প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৩ AM

অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা বিচ্ছেদের খবরে সরগরম বলিউড। গেল কয়েক মাস ধরেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা।
কখনও নিজের একাকিত্বের কথা জানিয়েছেন কখনও আবার ছেলের প্রশংসা করে স্বামীকে পক্ষান্তরে দোষী করেছেন।
এবার ৩৭ বছর দাম্পত্যে ইতি টানার পথে এই তারকা দম্পতি। যদিও তাদের পরিবারের ঘনিষ্ঠরা মানতে নারাজ গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের কথা। এ ঘটনায় মুখ খুললেন তাদের আইনজীবী। তার কথায়- বিচ্ছেদ চেয়ে আবেদনপত্র জানিয়েছিলেন সুনীতাই, তা-ও ছয় মাস আগে।
যদিও এর মাঝে গোবিন্দ পায়ে গুলি লাগে। সেই সময় অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দিনও সর্ব ক্ষণ সঙ্গে ছিলেন সুনীতা।
আইনজীবী ললিত বিন্দালের কথায়, আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সবাই নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। ওদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। ওরা একসঙ্গে ছিলেন আর থাকবেন।
সুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামীদিনে একটি সিনেমার কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেওয়ার সময় নেই তার।
উল্লেখ্য, মাত্র ১৮ বছর বয়সে ১৯৮৭ সালের ১১ মার্চ গোবিন্দর সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। গোবিন্দ-সুনীতা দুই সন্তান যশবর্ধন এবং টিনার বাবা-মা। যদিও শুরুর দিকে বিয়ের কথা সামনে আনেননি গোবিন্দ। তবে তিন বছর পর তারা বিয়ের কথা সামনে আনেন।