শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পরকীয়ায় ভাঙতে যাচ্ছে গোবিন্দর ৩৭ বছরের সংসার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২০ পিএম

গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা

গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা

স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বলিউড অভিনেতা গোবিন্দর ৩৭ বছরের সংসার। দাম্পত্য জীবনের শুরুর দিকে অবশ্য গোবিন্দ সবার কাছ থেকে স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। 

তিনি মনে করেছিলেন নায়কের বিয়ের কথা জানলে ভক্তরা তার সিনেমা দেখবেন না, তারকা খ্যাতিতে ভাটা পড়বে।

বছর তিনেক পর গোবিন্দ তার বিবাহিত জীবনের কথা প্রকাশ্যে আনেন। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে সুদিনে-দুর্দিনে থেকেছেন। 

এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে তিনি থাকেন। ঠিক তার উল্টোদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের সংসার ভাঙনের গুঞ্জনের সূচনা। এবার সে কথাই সত্যি হতে যাচ্ছে। এত বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘদিন বলিউডে তারা ‘সুখী দম্পতি’ হিসেবেই পরিচিত ছিলেন।

শোনা যাচ্ছে, এ বয়সে পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। প্রায় অর্ধেক বয়সী মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন তার ৬০ বছরের বেশি বয়স। জানি না, কখন কী করবে।’

সুনীতা আরও জানান, আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। সব শেষে সুনীতা বলেন, ‘কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!’ গোবিন্দর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। এ গুঞ্জন যেন সত্যি না হয় তার সেটাই কামনা করছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com