প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ বৈঠক শুরু হয়। তবে কী কারণে হঠাৎ এ বৈঠক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হতে পারে।