প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ পিএম আপডেট: ২৩.০২.২০২৫ ২:৪৮ PM

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছে একদল ছাত্র-জনতা।
অবরোধের ফলে সড়কের একপাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী ও জনতা।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে ছাত্র-জনতা আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করেছে। এখানকার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
এর আগে সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকাল সাড়ে ১০টায় ইডেন মহিলা কলেজের বকুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এছাড়া, দেশের আরও নানা জায়গায় এ ধরনের প্রতিবাদ কর্মসূচিরও খবর পাওয়া গেছে।