প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৬ পিএম

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্লট বরাদ্দ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজউক-এ উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে তা বিশ্লেষণ করে। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায় যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (এ্যালটমেন্ট অব ল্যান্ড) রুলস, ১৯৬৯ এর সংশোধিত ধারা ১৩(১)(গ)- এর আওতায় অনেক নাগরিককে বিশেষ কোটায় পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে এ বরাদ্দ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক টিম।