আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের ১০০ বিঘা জমি, ৫টি ভবন ও ২টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুদকের এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, ডিবি কর্মকর্তা হারুনের নামে রাজধানীর উত্তরায় পৌনে ৮ কাঠার জমিতে একটি ভবন রয়েছে। আর গুলশানে সাড়ে ১০ শতক জমিতে আছে আরেকটি ভবন। দুটি ভবনের মূল্য প্রায় ৭ কোটি টাকা। এছাড়াও কুড়িল ও খিলক্ষেতেও তার সম্পদ রয়েছে। এর বাহিরেও তার নামে উত্তরার ১০ নম্বর ও জোয়ার সাহারায় দুটি ফ্ল্যাট রয়েছে বলে জানায় দুদক। আবেদনে সবগুলো সম্পদ জব্দে আদালতের নির্দেশ চাওয়া হয়।
আবেদনে আরও বলা হয়, হারুনের নামে কিশোরগঞ্জ, কক্সবাজার ও নারায়ণগঞ্জে মোট ৯৯ দশমিক ১৮ বিঘা জমি রয়েছে। আবেদনে এই জমিও জব্দের নির্দেশ চাওয়া হয়।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হারুন অর রশিদ আত্মগোপনে আছেন।