বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
অবশেষে সেই ‘হেনা’র দেখা পেলেন বাপ্পারাজ!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম

‘চাচা, হেনা কোথায়?’ সংলাপে পুরো সোশ্যাল মিডিয়া। বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিডে বাপ্পারাজ-শাবনাজের সিনেমার একটি দৃশ্য তুমুল চর্চায় ছিল। সে সংলাপ নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিমস ও ভিডিও। যা নিয়ে বেশ মজা নিয়েছেন এর মূল দুই শিল্পীও।

অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ! সম্প্রতি টাঙ্গাইলে দেখা হলো দুজনের। শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম তার নিজ বাড়ি, টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে। 

সেখানে মজার ছলে কনটেন্টও তৈরি করেছেন নাঈম, শাবনাজ ও বাপ্পারাজ।

নিজের ফেসবুকে শেয়ার করা নাঈমের এক ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে এসে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম মজা করে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ সঙ্গে সঙ্গে বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না...!’

নাঈম তখন হেসে বাপ্পারাজের পিঠ চাপড়ান। এ সময় উপস্থিত অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে...’ গানটি গাইতে শুরু করেন। এর পরই তাদের পেছন থেকে এসে সামনে হাজির হন হেনা অর্থাৎ শাবনাজ।

ভাইরাল হওয়া সংলাপটি ছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার। ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ, আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ। 

সিনেমাটির নির্মাতা ছিলেন ইফতেখার জাহান, আর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমায় বাপ্পারাজ, শাবনাজ, আনোয়ার হোসেন ও অমিত হাসান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। যদিও সিনেমাটি মুক্তির সময় এতটা আলোচনায় আসেনি, তবে সময়ের ব্যবধানে এর সংলাপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আইকনিক হয়ে উঠেছে।

বছর পেরিয়ে গেলেও কিছু সংলাপ ও চরিত্র দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ তারই একটি উদাহরণ। বাস্তবে শাবনাজ-নাঈম দম্পতিকে একসঙ্গে দেখে বাপ্পারাজের করা মজার মন্তব্য যেন এক মুহূর্তের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই পুরনো সিনেমার জগতে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com