হরতালের কারণে চার দিন পিছিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
আজ সকাল ৯টা থেকে জেএসসির বাংলা প্রথম পত্র ও জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে তা শুরু হচ্ছে আজ থেকে। হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা যথাক্রমে ৭ ও ১৪ নভেম্বর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।
দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ১৯ ও ২০ নভেম্বর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এ পরীক্ষায় এ বছর ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার প্রতিটি বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।