প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৯ পিএম

বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানকে বৈধতা না দেওয়ায় এখনো ভারতের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
সাবেক বিচারপতি বলেন, "গণপরিষদ গঠন না করে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটি বৈধতা পাবে না।" সংবিধান পরিবর্তন নিয়েও তিনি বক্তব্য দেন এবং গণতন্ত্র রক্ষায় সঠিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।