শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১

শিরোনাম: বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা   শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা   নির্বাচন ভবনের নিরাপত্তায় ইসির ১৮ নির্দেশনা    মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স   দেশের ইতিহাসে রেকর্ড প্রবাসী আয়   পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি   জনগণ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চুক্তি বাস্তবায়নে জিম্মিদের মুক্তি দেবে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪০ AM

ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুসারে তারা জিম্মিদের মুক্তি দেবে বলেও জানিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) হামাস অপ্রত্যাশিতভাবে জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘোষণার পর ৪২ দিনের যুদ্ধবিরতি প্রায় ব্যর্থ বলে মনে করা হয়েছিল। কারণ হামাসের ওই ঘোষণার পর ইসরায়েল আবারও যুদ্ধের হুমকি দিয়েছিল।
 
কায়রোতে আলোচনার পর, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন যে তারা যুদ্ধবিরতি চুক্তির বাধাগুলো দূর করবেন। মিশর এবং কাতারের গণমাধ্যমের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে।

এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেননি তবে বলেছেন, যদি হামাস আগামী শনিবার তিনজন জীবিত জিম্মিকে মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে।
 
এর আগে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই ধরণের আল্টিমেটাম দিয়েছিলেন। যখন হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয়।
 
হামাসের এই ঘোষণার পর শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে চুক্তিটি বাতিল করতে ইসরায়েলকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর নেতানিয়াহু জানান, তিনি ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, ‘যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত তীব্র লড়াই পুনরায় শুরু করবে।’

তবে, ট্রাম্পের আলটিমেটাম অনুসারে হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি  নাকি এই সপ্তাহের শেষে মুক্তি পেতে যাওয়া তিনজন জিম্মির কথা বলেছেন সেই বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com