বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    
ট্রাম্প-মোদির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কথা রয়েছে ১৩ ফেব্রুয়ারি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, দুই নেতার আলোচনায় থাকছে অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য ইস্যু। 

এছাড়া, প্রাধান্য পাবে চীনকে মোকাবিলায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিকল্প হিসেবে ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) প্রকল্প।

এমন সময়ে ট্রাম্প-মোদি বৈঠক হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত ৭ ফেব্রুয়ারি, ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় দেশটি। তাদের হাতকড়া ও পায়ে শিকল থাকায় বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়।  

ট্রাম্প-মোদির বৈঠকে আলোচনায় থাকবে অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য ইস্যু। এছাড়া প্রাধান্য পাবে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবিলার বিষয়টি। এক্ষেত্রে আলোচনায় থাকবে, বিআরআইয়ের বিকল্প হিসেবে  আইএমইসি প্রকল্প। যা ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত।   

ঋণের-ফাঁদ কূটনীতির জন্য সমালোচিত চীনের বিআরআই। অন্যদিকে, সাড়ে ৪ হাজার কিলোমিটারের বাণিজ্যপথের, আইএমইসি প্রকল্পকে স্বচ্ছ উদ্যোগ হিসেবে দেখা হয়। অংশগ্রহণকারী দেশ- ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইসরায়েল ও ইউরোপ- তাদের অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করে। 

আইএমইসি প্রকল্পের গুরুত্বপূর্ণ খেলোয়াড় গৌতম আদানির আদানি গ্রুপ। ইসরায়েলের হাইফা বন্দরে আদানি গ্রুপের বিপুল বিনিয়োগ ও ভালো নিয়ন্ত্রণ রয়েছে। ফলে সরাসরি চীনের অবকাঠামোগত আধিপত্যকে চ্যালেঞ্জ করে আদানি গ্রুপ।  

অতীতে ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্কারোপের হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারত উচ্চ শুল্কারোপ করে রেখেছে। তবে ভারত ট্রাম্পের পাল্টা শুল্কারোপ এড়াতেও আগ্রহী। আলোচনায় থাকবে এ বিষয়টিও।  

এদিকে গত শুক্রবার এক প্রেস কনফারেন্সে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ ইস্যুতেও আলোচনা হতে পারে। 

এর আগে, ২৭ জানুয়ারি ফোনালাপ করেন ট্রাম্প-মোদি। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় তাদের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com