বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
আসামি ধরতে গিয়ে তোপের মুখে খালি হাতে ফিরল র‌্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩১ AM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা। এসময় স্থানীয়রা মোটরসাইকেলযোগে সড়কে ব্যারিকেড দিয়ে র‍্যাবের দুটি গাড়ি আটকে দেন এবং শত শত মানুষ অবরোধ করেন। ফলে আসামিকে কাছে পেয়েও আটক না করেই খালি হাতে ফেরেন তারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে র‍্যাব-৭ এর সদস্যরা রাঙ্গুনিয়ায় অভিযানে যান। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে তারা রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় অভিযান শুরু করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জনতা সড়ক অবরোধ করে র‌্যাবের গাড়ি চলাচল আটকে দেয়। তারা র‌্যাবের গাড়িতে হামলার চেষ্টা করে। এমন পরিস্থিতির মুখে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার না করে ফিরে যেতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক আলম শাহ জানান, শত শত মানুষ সড়কে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেয়। সঙ্গে সঙ্গে শতশত মানুষ সড়কে নেমে আসে। এতে সড়কে র‍্যাবের দুটি গাড়ি আটকে পড়ে। সাধারণ মানুষ র‍্যাবের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে র‍্যাব আসামি না ধরেই ফিরে গেলে সাধারণ মানুষ সড়ক থেকে সরে যায়।

জানতে চাইলে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফফর হোসেন কালবেলাকে বলেন, আমাদের র‍্যাবের সদস্যরা এক আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে প্রায় ধরে ফেলার মুহূর্তে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে সেখানে যাওয়া র‌্যাব সদস্যরা ফিরে এসেছেন। আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমরাও হাল ছাড়ছি না।

তবে এ ঘটনায় র‌্যাব সদস্য কিংবা স্থানীয় লোকজন কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com