শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১

শিরোনাম: বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা   শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা   নির্বাচন ভবনের নিরাপত্তায় ইসির ১৮ নির্দেশনা    মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স   দেশের ইতিহাসে রেকর্ড প্রবাসী আয়   পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি   জনগণ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাইফকে হামলার পেছনে কারিনা? অভিনেত্রীর মন্তব্যে বাড়ছে সন্দেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপও মিলেছে। 

তবে বিতর্ক থামেনি এখানে। অভিনেতার ওপর হামলার ঘটনায় নানা তথ্য উঠে এসেছে। এই প্রশ্নও উঠেছে, আদৌ সাইফের উপর কোনও হামলা হয়েছিল কি না। কারণ হামলা নিয়ে একজনের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলছে না।

সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছিলেন, গোটা হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন রয়েছে, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং কারিনা কাপূর খান। শুরু থেকেই তার বক্তব্য, আচারণ নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে। 

এর মধ্যেই এক রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী। যেই পোস্ট দেখে সাইফ আলি খানের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরা দিয়েছে, এমনটাই অনুমান করছেন নেটিজেনরা। 

সাইফের উপর ৬ বার ছুরিকাঘাত করেছিলেন শরিফুল। শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন তিনি। গুরুতর অস্ত্রোপচার করতে হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে। 

হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের চিহ্নমাত্র নেই। পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহও দানা বাঁধে অনেকের মনে। তাহলে কি তেমন কিছুই হয়নি?

সেই প্রশ্নের পরই এবার কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন, ‘বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনওই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনও পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।’

এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান বলেছিলেন, “সাইফকে ছ’বার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সাইফ! যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সাইফ-করিনার ঝগড়ার পরিণতি।

তার এমন মন্তব্যের পর সাম্প্রতিক সময়ে সাইফ ও তার স্ত্রীর ভিন্ন ভিন্ন বক্তব্য ও সবশেষে কারিনার বিচ্ছেদ নিয়ে এমন রহস্যময়ে পোস্টে ভক্তদের মনেও সন্দেহের দানা বাধতে শুরু করেছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com