বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    
দেশ পুনর্গঠনের ডাক দিলেন আসিফ, হাসনাত ও সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৮ পিএম

দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন সমন্বয়ক। 

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পৃথক ফেসবুক স্ট্যাটাসে এ ডাক দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। 

এদিন সকাল ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হ্যাশ ট্যাগ দিয়ে ‘রিবিল্ড বাংলাদেশ’ লিখে একটি পোস্ট দেন। এর কয়েক মিনিট পরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেন, ‘লেটস্ মুভ অন বাংলাদেশ, লেটস্ বিল্ড বাংলাদেশ’।

এ ছাড়া সকাল সাড়ে ৯টায় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘লেটস্ রিবিল্ড বাংলাদেশ’।

এদিকে ছাত্র-আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাদের পোস্টের তলায় শুভাকাক্সক্ষীরা নানা মন্তব্য করছেন। অনেকে নিজ নিজ পরামর্শ যুক্ত করছেন মন্তব্যের ঘরে। হাসনাত আবদুল্লাহর পোস্টের তলায় আনোয়ার হোসেন নামে একজন লিখেছেন, ‘(দেশ পুনর্গঠন) এখনই, নয়তো কখনোই না।’ 

শাহীন শাহ নামে একজন লিখেছেন, ‘তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশ নিরাপদ, তরুণরা সুন্দর একটি বাংলাদেশ গড়বে প্রত্যাশা রইল।’ এমন সব মন্তব্যের মধ্যেই কয়েকজন লিখেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ শুরু হবে, তার আগে না।’

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে শিমুল সারিনা লিখেছেন, ‘ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ হোক সবার জন্য শান্তিপূর্ণ।’ তামান্না ফেরদৌস নামে একজন প্রশ্ন রেখেছেন, ‘আগে আওয়ামী লীগের বিচার। বিচার ছাড়া কীভাবে ভালো কিছু গঠিত হবে!’ 

আবার কেউ লিখছেন, ‘রিবিল্ড হবে কিন্তু সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, যতবার ওরা ক্ষমতায় আসছে, এই দেশের মানুষের ওপর বাপ হত্যার প্রতিশোধ নিয়েছে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com