বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
মোদির সঙ্গে দেখা করছেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রিয় বন্ধু মোদির জন্য ট্রাম্প নৈশভোজের আয়োজন করবেন বলে খবর চাউর হয়েছে। এর মধ্যে এবার এলো নতুন খবর। 

ফার্স্ট পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মোদির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, শীর্ষ ধনকুবের ও টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। 

সিএনবিসি জানিয়েছে, মোদির সঙ্গে যেসব সিইও দেখা করবেন তার মধ্যে ইলন মাস্ক থাকতে পারেন। আগামী ১৩ ফেব্রুয়ারি সিইওদের প্রতিনিধি দল মোদির সঙ্গে দেখা করতে পারেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে ইলন মাস্কের টেসলা এবং বৈদ্যুতিক গাড়ির ভারতে প্রবেশ নিয়ে।  

এ ছাড়া ভারতে স্টারলিংক আনতে মোদির কাছে অনুমতির বিষয়েও আলোচনা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে ইলন মাস্ক ভারতে টেসলা গাড়ি আনার পরিকল্পনা করছেন। আর এই আলোচনার মধ্যে সেই পথ তৈরি হতে পারে। 

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবেচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার ছিল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। তবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে অবৈধ অভিবাসী ও শুল্কারোপের যে ঘোষণা দিয়েছেন তার মধ্যে ভারতও পড়ে।  

তবে পরিস্থিতি সামাল দিতে এরইমধ্যে অবৈধ ১৮ হাজার অভিবাসীকে নিতে সম্মত হয়েছে ভারত। যুক্তরাষ্ট্রও ইতোমধ্যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। অন্যদিকে বাণিজ্যযুদ্ধ এড়াতে ভারত এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। 

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এড়াতে ভারত অন্য দেশের তুলনার যথেষ্ট করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি শেয়ারের সম্পর্ক জোরদারে তারা আগ্রহী।  

কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দিল্লির হারানোর চেয়ে লাভের অনেক বেশি আছে। 

হোয়াইট হাউজের একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com