শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সংস্কার কার্যক্রম সফল করতে সচেষ্ট ও সতর্ক থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৬ পিএম

সংস্কার কার্যক্রম সফল করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট ও সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে গণমু‌ক্তি জো‌টের ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ব‌লে‌ছেন, সংস্কার কার্যক্রম পরিচালনার শেষ দেখার জন্য আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। যদি আমরা সংস্কার কার্যক্রমে যথাযথভাবে সহযোগিতা করতে ব্যর্থ হই। 

যদি আমরা জাতীয় নির্বাচন নিয়ে অকারণে তাড়াহুড়ো করি। তাহলে সংস্কার কার্যক্রমে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তা দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচনের নামে আবার সবাই পুরনো খেলায় মেতে উঠবে। নির্বাচনে পেশি  শক্তির ব্যবহার, টাকার খেলা পুনরায় শুরু হবে। ঘাপটি মেরে থাকা পুরনো ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা আবার নবরূপে ফিরে আসবে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়া‌রি) সকা‌লে প্রেসক্লা‌বে গণমু‌ক্তি জো‌টের ধারণাপত্র পেশকা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন,  দেশের সাধারণ মানুষের মনে বর্তমান সরকারের ভবিষ্যৎ সাফল্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠারও অন্ত নেই। মানুষের মনে এখন নানা প্রশ্ন। বর্তমান সরকার তার সংস্কার কার্যক্রম পরিচালনায় সফল হবে কিনা ? বিশ্বে আমরা মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কিনা ? পরবর্তী নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব কিনা ? এসব প্রশ্ন মানুষের মনে বারবার ঘুরে ফিরে আসছে। 

ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ব‌লেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রফেসর  ড. মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে  একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন  সরকার গঠিত হয়েছে। দেশের গণ মানুষের আকাঙ্ক্ষার আলোকে এই  অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক ভিত্তিক সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন করেন। ইতিমধ্যে প্রায় সবগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিলেও তা এখনো চূড়ান্ত হয়নি। সংস্কার কার্যক্রম নিয়ে দেশের মানুষের মধ্যে উৎসাহের কমতি নেই। একটি রক্তস্নাত অভ্যুত্থানের পরে দেশের মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে। 

তি‌নি আরও ব‌লেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দীর্ঘ ১৬ বছরে দেশকে গুম, খুন, দুর্নীতি, লুটপাট, অন্যায়- অবিচারের মাধ্যমে যেভাবে  দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল, সেই ১৬ বছরের জঞ্জাল থেকে বেরিয়ে আসার যে চ্যালেঞ্জ এই সরকার কাঁধে নিয়েছে তা  সফলতার মুখ দেখবে কিনা? আমরা সাফল্য দেখতে চাই।

গণমু‌ক্তি জো‌টের চেয়ারম‌্যান ব‌লেন,  আমরা সংস্কার কার্যক্রমকে সার্বিকভাবে সফল দেখতে চাই। যদি আমরা মনে - প্রানে আমাদের দেশের শাসনব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্তকরন ও এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভূখন্ডের উপযোগী একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামোয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুণগত উন্নয়নই জনগণের প্রত্যাশা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com