বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবার মার্কিন পণ্যে শুল্ক আরোপ করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করার পর  দ্রুত পাল্টা ব্যবস্থা নিলো চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর কিছুক্ষণের মধ্যেই চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও কিছু গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে। এই শুল্ক ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীন আরও জানিয়েছে, তারা গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের বিরুদ্ধে একটি অ্যান্টি-মনোপলি তদন্ত শুরু করছে। এছাড়া ক্যালভিন ক্লেইনের মূল কোম্পানি পিভিএইচ কর্প এবং মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ইলুমিনাকে ‘অবিশ্বস্ত সংস্থার তালিকা’তে অন্তর্ভুক্ত করেছে।

এছাড়া চীন ঘোষণা করেছে, তারা টংস্টেন, টেলুরিয়াম, রুথেনিয়াম, মলিবডেনাম ও রুথেনিয়াম-সম্পর্কিত পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করবে, যা তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে করছে। চীন এই গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ উপাদানের বৈশ্বিক সরবরাহের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে, যা পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে অপরিহার্য।

মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শেষ মুহূর্তে স্থগিত করেছেন ট্রাম্প। সীমান্ত ও অপরাধ দমনে কিছু ছাড় পাওয়ার শর্তে ৩০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে চীনের ক্ষেত্রে কোনও ছাড় নেই।

কারণ ট্রাম্পের দাবি, বেইজিং মাদক পাচার বিশেষ করে ফেন্টানিল প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর হংকং শেয়ারবাজারে উত্থান কিছুটা কমে গেছে, ডলার শক্তিশালী হয়েছে এবং চীনা ইউয়ান দুর্বল হয়েছে, যা অস্ট্রেলিয়ান ডলারকেও প্রভাবিত করেছে।

বিশ্লেষক গ্যারি এনজি বলেন, ‘মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্ভব হলেও চীনের ক্ষেত্রে বিষয়টি জটিল। এমনকি যদি দুই দেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছায়, তবুও শুল্ক নীতিকে পুনরায় ব্যবহার করা হতে পারে,যা এই বছর বাজারে অস্থিরতা সৃষ্টি করবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com