রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নতুন পে-স্কেল নিয়ে যে সুখবর আসছে এই মাসেই!   মন্ত্রণালয়ে বৈঠকের পর সয়াবিন তেলের দাম যত বাড়ল!   আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা   দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা    পিরোজপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়    ভুরুঙ্গামারীতে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা   টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সম্মেলন স্থগিত, অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে বিএনপি
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৮ AM

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সম্মেলন স্থগিতের প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সম্মেলনের প্রার্থী ও ভোটাররা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন। এ হরতাল কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানা যায়।

দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। 

এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। কিন্তু রাত ১১টায় হঠাৎ করে জেলা বিএনপি থেকে নির্দেশ এলো যে শনিবারের সম্মেলন স্থগিত। এই জবাব আমরা চাই, কেন তারা সম্মেলন স্থগিত করল। এই প্রতিবাদে শনিবার আমরা হরতাল পালন করব। না মানলে অবরোধ করব। আমরা এই সিদ্ধান্ত মানি না মানব না। জেলা বিএনপির নেতারা কত টাকার বিনিময়ে এই সম্মেলনটি স্থগিত করেছেন সেটা জানতে চাই। 

সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা অভিযোগ করে জেলা বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, তারা কার কথায় কার নির্দেশে আমাদের সম্মেলনটি স্থগিত করেছে, সেটার জবাব দিতে হবে। যেখানে সব প্রস্তুতি সম্পন্ন সেখানে কেন এই স্থগিতাদেশ। যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করে তাদের ছাড় দেওয়া হবে না। এত দিন আন্দোলন করেছি আওয়ামী লীগকে হঠানোর জন্য আর আজ থেকে আন্দোলন করব বিএনপি থেকে চক্রান্তকারীদের হঠানোর জন্য।

তবে এ প্রসঙ্গে জানতে জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com