শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইমরান-এরদোয়ানকে অনুসরণ করবে ছাত্রদের দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৮:৫২ পিএম

শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশে একটি নতুন ছাত্রভিত্তিক রাজনৈতিক দল। এই দলের গঠনতন্ত্রের ভিত্তি তৈরি হচ্ছে পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এ কে পার্টি, এবং ইন্দোনেশিয়ার আন্না হাদা পার্টির গঠনতন্ত্র পর্যালোচনা করে। 

দলটির পরিকল্পনা অনুসারে, তারা দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্যে নতুন ধরনের রাজনৈতিক কাঠামো তৈরি করবে।

দেশে গত বছরের জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে দেশজুড়ে যে বড় আন্দোলন শুরু হয়েছিল, যা দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য এক নতুন দিগন্ত খুলে দেয়। আন্দোলনের পর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে চলে যায়। এর পর থেকেই ছাত্রদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিয়ে আলোচনা শুরু হয়।

নতুন দলটি ‘জাতীয় নাগরিক কমিটি’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নেতৃত্বে থাকবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দলটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। দলটির গঠনতন্ত্র তৈরির কাজও চলছে, এবং এর মধ্যে উপদেষ্টা  নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করবেন বলে জানা গেছে। 

উপদেষ্টা নাহিদ ইসলাম দলের নেতৃত্বে থাকবেন, আর মুশফিক সালেহিন, যিনি জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র, জানান যে, নতুন দলটি দেশের বাইরে বিশেষ করে গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত দলগুলোর গঠনতন্ত্র নিয়ে আলোচনা করছে।

এই নতুন দলটির গঠনতন্ত্রের মূল লক্ষ্য হবে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো তৈরি করা, যেখানে ছাত্রদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা যাবে। দলটি ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী সমাজব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী।

প্রতিটি দলের গঠনতন্ত্রে নেতৃবৃন্দের পেশাগত দৃষ্টিভঙ্গি, দলের অভ্যন্তরীণ নির্বাচনী প্রক্রিয়া এবং জনগণের উন্নতির জন্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। বিশেষত, তেহরিক-ই-ইনসাফ এবং এ কে পার্টির মতো দলগুলোতে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, যা এই নতুন দলের প্রতিও প্রভাব ফেলতে পারে।

নতুন দলের আত্মপ্রকাশ রাজনৈতিক দৃশ্যে একটি পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে, এবং তাদের লক্ষ্য হবে দেশবাসীর জন্য একটি নতুন আশা ও সুযোগ সৃষ্টি করা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com