শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আসাদের দল বিলুপ্ত, সেনাবাহিনী বাতিলের সিদ্ধান্ত; কোন পথে সিরিয়া?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক দল ‘বাথ পার্টি’ বিলুপ্ত ঘোষণা করেছে নতুন প্রশাসন। একইসঙ্গে সংবিধান বাতিল এবং সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারানোর দুই মাস পর সাবেক বিরোধীদলীয় কমান্ডার আহমেদ আল-শারা দেশটির ক্রান্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তার নেতৃত্বেই চলবে দেশটির প্রশাসনিক কার্যক্রম।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আহমেদ আল-শারা দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে একটি অস্থায়ী আইন পরিষদ গঠন করা হবে, যা নতুন সংবিধান কার্যকরের আগে দেশের শাসনব্যবস্থা পরিচালনা করবে। দীর্ঘ ৬০ বছরের বেশি সময় সিরিয়া শাসন করা বাথ পার্টি বিলুপ্তির পাশাপাশি, সিরিয়ার সশস্ত্র বাহিনী, নিরাপত্তা সংস্থা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোও আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম (HTS)-ও রয়েছে।

জানা যায়, গত ৮ ডিসেম্বর সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের পর রাজধানী দামেস্কে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্রোহী কমান্ডারদের সঙ্গে নতুন প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। আল-শারা বৈঠকে আশ্বাস দেন, বিদ্রোহী গোষ্ঠীগুলো শুধু প্রতিনিধিত্বই করবে না, বরং নতুন সিরিয়ার অংশ হিসেবে ভূমিকা রাখবে।

এদিকে, সিরিয়ায় কবে নির্বাচন হবে তা এখনও নিশ্চিত নয়। তবে দেশটির নতুন প্রশাসন প্রায় চার বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। আল-শারা এর আগে জানিয়েছেন, নতুন সংবিধান প্রণয়ন করতেই কমপক্ষে তিন বছর সময় লাগতে পারে। দেশে নতুন আদমশুমারি পরিচালনার পরই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। এতে ভোটার সংখ্যা নির্ধারণ করা হবে এবং একটি অর্থবহ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com