শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শ্রেণিকক্ষে ছাত্রকে শিক্ষিকার বিয়ে করার ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১১:৫৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কলেজের এক শিক্ষিকা শ্রেণিকক্ষে তার ছাত্রকে বিয়ে করেছেন; দুজনের গলায় মালাবদলও করেছেন তারা। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও ওই শিক্ষিকা বলেছেন, ‘‘একাডেমিক অনুশীলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিয়ের বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই কাজ করেছেন তিনি। এটি প্রকৃত কোনও বিয়ে নয়।’’

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজের মনোবিজ্ঞান বিভাগে ছাত্রের সঙ্গে শিক্ষিকার এই বিয়ের ঘটনা ঘটেছে বলে সেখানকার একজন কর্মকর্তা জানিয়েছেন। কলেজটি মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমএকেএইউটি) অধিভূক্ত।

প্রফেসর পায়েল বন্দোপাধ্যায়কে বিয়ের সাজে দেখা যায় ভিডিওতে। এ সময় তার গলায় মালা পরিয়ে দেন এক শিক্ষার্থী। পরে তিনিও ওই শিক্ষার্থীর গলায় মালাবদল করেন। তবে এটি প্রকৃত বিয়ের ঘটনা নয় বলে জানিয়েছেন পায়েল বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, একাডেমিক অনুশীলনের অংশ হিসেবে বিয়ের রীতি পালন করে শিক্ষার্থীদের দেখানো হয়েছে।

ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে। বর্তমানে অভিযুক্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত ছাড়া আমরা তার বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ নিতে পারবো না বলে জানিয়েছেন কলেজের ওই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হিন্দুদের বিয়ের রীতি অনুযায়ী, শিক্ষার্থীর গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে। অপর এক ভিডিওতে পরস্পরের গলায় ফুলের মালাবদল করতে দেখা যায়। পাশাপাশি একটি মোমবাতি জ্বালিয়ে হিন্দু রীতি অনুযায়ী সেটি সাতবার প্রদক্ষিণও করেন তারা।

ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী প্রফেসর পায়েলের কপালে সিঁদুর পরান এবং তাকে একটি গোলাপ উপহার দেন।

বিশ্ববিদ্যালয়ের সিল ব্যবহার করে তৈরি করা একটি কাগজে ওই শিক্ষার্থী ও শিক্ষিকা নিজেদের দম্পতি হিসেবে ঘোষণা দেন। এতে তাদের স্বাক্ষরও রয়েছে; সেটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কাগজে উভয়পক্ষের তিনজন করে সাক্ষীর স্বাক্ষরও রয়েছে।

প্রফেসর পায়েল বন্দোপাধ্যায় কয়েক বছর ধরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজের মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ভিডিওতে যে বিয়ের দৃশ্য দেখা গেছে, সেটি একটি ‘‘মনবিজ্ঞান বিষয়ক নাটকের’’ অংশ ছিল বলে দাবি করেছেন তিনি। যা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বিয়ের বিষয়ে ধারণা দেওয়ার জন্য তিনি হাতে-কলমে দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন।

তার মানহানি করার জন্য ভিডিও ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রফেসর পায়েল বন্দোপাধ্যায়। তবে এই বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com