বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
দুর্নীতির অভিযোগে ঢাকা'সহ কয়েকটি জেলায় দুদকের অভিযান
হাবিবুর রহমান বাবু
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৪৪ AM

সূচনা ফাউন্ডেশনের সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রথমে জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা থেকে  ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করে। পরবর্তীতে  ফাউন্ডেশন এর দাপ্তরিক ঠিকানা সরেজমিনে যাচাই করে। ঠিকানা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি বলে জানায় দুদক টিম।

সূচনা ফাউন্ডেশনের সমস্ত আয়ের উপর কর মওকুফের বিষয়টি খতিয়ে দেখার জন্য টিম জাতীয় রাজস্ব বোর্ড থেকে সংশ্লিষ্ট এসআরও সংগ্রহ করে। এসআরও পর্যালোচনায় ২০১৬ সাল হতে উক্ত প্রতিষ্ঠানের স্থায়ী ও সঞ্চয়ী ব্যাংক আমানতের উপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি, গবেষণা ফি বাবদ আয় সহ সকল প্রকার আয়ের উপর আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করার বিষয়টির প্রাথমিক সত্যতা পায় টিম। অভিযানে সংগৃহীত সকল তথ্য যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন।

দুদক জানায়, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টিম ছদ্মবেশে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ও সেবাগ্রহিতাদের সাথে কথা বলে। হাসপাতালের ভিতরে অনুমোদনহীন মেসার্স আল আমিন ফার্মেসী ও মের্সাস শাহীন ফার্মেসী নামের দুইটি দোকান পাওয়া যায়।

হাসপাতালের অনুমোদিত ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের মানসম্মত ও পরিমাণ অনুযায়ী খাবার সরবরাহে অনিয়মের বিষয়টিও অভিযানকালে পরিলক্ষিত হয়। সার্বিক বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে অভিযানে উদ্ঘাটিত অনিয়ম সম্পর্কে অবহিত করলে তিনি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আশ্বস্ত করেন। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া বগুড়া জেলার জোরগাছা ইউনিয়ন এর সোনাতলা ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি সেবা সংক্রান্ত সেবা প্রদানে ঘুস দাবি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে দুদক কর্মকর্তাগণ ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযোগে বর্ণিত ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেবাগ্রহীতাদের সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে। টিম সংগৃহীত বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয় দুদকের পক্ষ থেকে ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com