শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম

কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। নিজের সাহসী মন্তব্য হোক কিংবা স্পষ্টভাষী ব্যক্তিত্ব, বরাবরই বিনোদনের শিরোনামে উঠে আসেন। তিনি রাখি সাওয়ান্ত। এবার ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের 'ড্রামা কুইন'। তৃতীয়বার পাকিস্তানে গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী, সম্প্রতি নিজেই একথা প্রকাশ করেন রাখি।

এর আগে প্রথমবার রীতেশ রাজ সিং নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন রাখি। তারপর আদিল খান দুরানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কোনও সম্পর্কই স্থানী হয়নি। তবে গত দু’বারের মতো নাকি আর ভুল করবেন না বলেই বদ্ধপরিকর রাখি। আর এবার ভারতীয় নয়, পাকিস্তানি পাত্রর সঙ্গে মালাবদল করবেন 'বিতর্কিত' অভিনেত্রী। রাখির হবু পাত্রের নাম দোদি খান। পেশায় তিনি একজন অভিনেতা এবং পুলিশ অফিসার।

এক সাক্ষাৎকারে রাখি বলেন, "পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছি। পাকিস্তানের অনেক যুবকই আমাকে বিয়ে করতে চাইছেন। পাকিস্তানের মানুষরা খুবই পছন্দ আমার। বিয়ে নিয়ে আমার পুরনো অভিজ্ঞতা একেবারেই ভাল নয়। তাই এবার একটু ভাল করে পাত্র বেছে নিচ্ছি।"

কয়েকমাস আগেই গুরুতর অসুস্থ হয়েছিলেন রাখি সাওয়ান্ত। জড়ায়ুতে টিউমার ধরা পড়েছিল তাঁর। হয়েছে অস্ত্রোপচারও। তবে এখন রাখি একেবারেই সুস্থ। শরীর ভাল হতেই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন 'মির্চি গার্ল'। হবু বরকে নিয়ে রাখি জানান, "দোদি আমার জীবনের সঠিক মানুষ। আমি নিশ্চিত যে এবার আমি সত্যিকারের ভালবাসা পেয়েছি।'’’

অভিনেত্রী জানিয়েছেন যে পাকিস্তানে বিয়ে করবেন তিনি। রিসেপশন হবে ভারতে। আর নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে হবে হানিমুন। রাখির কথায়, ‘‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালবাসি।"

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর- রাখি জানিয়েছেন, বিয়ে হবে পাকিস্তানে, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডে। সংসার পাতবেন দুবাইয়ে।

গত দু’বারই রাখির বিয়ে নিয়ে বেশ জলঘোলা হয়। প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন। তারপর সেই বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্প দিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয় বার উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। তারপর আবারও থানা পুলিশ-সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

এদিকে, দোদি খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি রাখিকে প্রশ্ন করেছেন, বরযাত্রী কোথায় নিয়ে যেতে হবে। এই ভিডিওটি বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com