বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
জুলাই হত্যাকাণ্ড ও অর্থপাচারকারীদের ডিভিশন সুবিধা বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৩:২৭ পিএম

ফাহাম আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ফাহাম আবদুস সালাম। ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ড এবং অর্থপাচারের সাথে জড়িত অপরাধীদের ডিভিশন সুবিধা বাতিলের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ফাহাম আবদুস সালাম। 

পোস্টে তিনি উল্লেখ করেন, অপরাধীদের এই বিশেষ সুবিধা প্রদান কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং আইনের আওতায় এই সুবিধা প্রত্যাহার করা উচিত।

ফাহাম আবদুস সালাম লিখেছেন, ‘যারা রাষ্ট্রের বিরুদ্ধে এক্সট্রা অর্ডিনারি অপরাধ করেছে এবং দেশের বিশাল ক্ষতি করেছে, তাদের স্বাভাবিক বন্দীর মতো মর্যাদা দেওয়া আদৌ উচিত কি না, তা ভাবার বিষয়। আগে মন্ত্রী-মিনিস্টার যাই থাকুক না কেন, বাই ল, তাদের এই সুবিধা দেওয়া উচিত নয়।’

তিনি আরও দাবি করেন, সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ বা বাড়ির খাবারের মতো সুবিধা পেতে হলে অর্থ খরচ করতে হবে। 

ফাহাম বলেন, ‘ধরি যে সালমান এফ রহমান এয়ার কন্ডিশন চান, তাহলে সরকার তাকে দেবে, তবে এজন্য প্রতি রাতে তাকে ১ লক্ষ টাকা দিতে হবে। বাড়ির খাবার চাইলে প্রতিদিন ৫ লক্ষ টাকা দিতে হবে।’

তার মতে, এ ধরনের অপরাধীদের যারা রগ ক্যাপিটালিজমের জনক হিসেবে পরিচিত, তাদেরই মূলধনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত অনুমান, সালমান এফ রহমানের মতো একটি ক্রিমিনালের ডিভিশন পাওয়ার জন্য সরকারের দিনে অন্তত ৫ লক্ষ টাকা পাওয়া উচিত। এটি শুধুমাত্র ন্যায্য।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com