শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
তারেক রহমান
জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৫৬ AM

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

মানুষের কাছ থেকে দূরে সরে গেলে ৫ আগস্টের মতো পরিণতি ভোগ করতে হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আপনার পেছনে পাবলিক না থাকলে আপনি কিসের নেতা? মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে। অর্থাৎ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। কেউ এই আস্থা নষ্ট করার মত কিছু করেন তাহলে তাকে আমার পক্ষে টানা সম্ভব না। যে খারাপ তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। জনবিচ্ছিন্ন হলে কী হয় তা আমরা ৫ আগষ্ট দেখেছি। এর থেকে শিক্ষা নিতে হবে। এজন্য জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে কাছে রাখতে হবে।’

আজ বিকালে সাতক্ষীরায় ‘৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

তারেক রহমান বলেন, ‘মানুষ বিশ্বাস করে সামনে নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার। সরকার গঠন করলে বিএনপি মানুষের জন্য বা দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের আস্থা আছে। এখন ভাবতে হবে কেন মানুষ বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন করে? কারণ তারা ভাবে বিএনপিই তাদের জন্য কিছু করতে পারবে।’

তিনি বলেন, ‘সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। এজন্য ৩১ দফা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে কাছে রাখুন।’

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com