প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১০:৫৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৫ ১১:০৮ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে। কেউ মানুষের আস্থা নষ্ট করার কাজ করলে তাকে দলে রাখা সম্ভব হবে না। সমাজে ভালো ও খারাপ দুই ধরনের মানুষ আছে। খারপ মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না।
৩১ দফা দাবি শুধু বিএনপির নয়। এটা সব দলের দফা।’ ৩১ দফা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের শালতলার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে ভার্চুালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছরে সামগ্রিকভাবে দেশ পিছিয়ে গেছে। দেশের প্রতিটি সেক্টর পিছিয়েছে। দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটি রাজনৈতিক অধিকার ও আরেকটি সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার।
রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটা বাস্তবায়নে কাজ করছে।’ জনগণের সাথে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এ জন্য সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত, গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ।