বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: পাকুন্দিয়ায় গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্ত্রী-শাশুড়ি অভিযুক্ত   ৩২ ঘণ্টা পর গর্ত থেকে তোলা হল রাজশাহীর সেই শিশুকে   ‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স   ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী   টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, অনলাইনে কিনবেন যেভাবে   স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া    তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা: জাতীয়করণের ঘোষণা না পেলে কঠোর আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ২:৫৪ পিএম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মসূচির দশম দিন অতিবাহিত হচ্ছে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি)। দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের সময় এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তারা স্লোগান দেন ‘উই ওয়ান্ট জাস্টিস, জাতীয়করণের ঘোষণা দিতে হবে, দিতে হবে’।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, আমরা শিক্ষকরা ধৈর্য ধরছি। আশা করছি শিক্ষকদের আন্দোলনে সরকার একাত্মতা ঘোষণা করে দাবির প্রতি সম্মান প্রদর্শন করবে, দাবি মেনে নেবেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম বলেন, আমাদের আন্দোলন চলছে। আল্টিমেটাম ২টা পর্যন্ত। আমরা এই দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে পুলিশি হামলা, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু রাজপথ ছাড়িনি। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।

ময়মনসিংহ জেলা শিক্ষক ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসাইন বলেন, আমরা অধিকাংশই বিনা বেতনে চাকরি করছি। এর আগে অনেক সরকারই ক্ষমতায় এসেছে, দাবি আদায়ের প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু কখনো বাস্তবায়ন করা হয়নি। জাতীয়করণ না হওয়ায় হাজার হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছি। ৭ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি, আর শাহবাগে ৩ দিন। ১০ দিনেও আমাদের জাতীয়করণের আশ্বাস ছাড়া সুনির্দিষ্ট ঘোষণা পাইনি। সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া আমরা এবার ঢাকা ছাড়ছি না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com