প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ পিএম আপডেট: ২৮.০১.২০২৫ ১:৩৫ PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগের অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮৯৫ গ্রাম গাঁজা, ৬০১০ পিস ইয়াবা, ৮.৩ গ্রাম হেরোইন, ৪০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল দেশি মদ ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি।