শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নাসার রেকর্ড করা মহাকাশীয় শব্দ কি ফেরেশতাদের জিকির?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০:৩৮ AM

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি মহাকাশে প্রথমবারের মতো শব্দ রেকর্ড করেছে। এটি বিজ্ঞানের জন্য একটি বড় অগ্রগতি, কারণ এতদিন ধারণা করা হতো, মহাকাশ বায়ুশূন্য হওয়ায় সেখানে শব্দের অস্তিত্ব নেই।

নাসার মতে, মহাকাশে বিভিন্ন কণা ও নক্ষত্রের বিকিরণ থেকে যে কম্পন বা ইলেক্ট্রো-ম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টি হয়, তা বিশেষ সরঞ্জামের মাধ্যমে শব্দতরঙ্গে রূপান্তরিত করা সম্ভব হয়েছে। নাসার "আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট" শীর্ষক প্রতিবেদনে এই বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে।

তবে এই বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে ধর্মীয় ব্যাখ্যাও উঠে এসেছে। খ্রিস্টান এক গবেষক এই শব্দকে তাদের ধর্মীয় সংগীতের মতো মনে করেছেন। এর ভিত্তিতে কিছু ব্যক্তি এবং মিডিয়া নাসার রেকর্ড করা শব্দকে আসমানে ফেরেশতাদের জিকিরের আওয়াজ হিসেবে উপস্থাপন করছেন।

এ নিয়ে বাংলাদেশের দুই গবেষক আলেম তাদের মতামত জানিয়েছেন। মাসিক মদিনার সম্পাদক মাওলানা খালেদুজ্জামান বলেন, "হাদিস ও কোরআনে ফেরেশতাদের জিকিরের কথা উল্লেখ থাকলেও নাসার রেকর্ড করা শব্দকে নিশ্চিতভাবে তা বলা সম্ভব নয়। এটি হতে পারে, আবার নাও হতে পারে।" তিনি আরও যোগ করেন, এ ধরনের দাবি করার আগে বিষয়টির নিশ্চিত ব্যাখ্যা থাকা প্রয়োজন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এবিএম হিজবুল্লাহ বলেন, "নাসার আবিষ্কারকে ফেরেশতাদের জিকির বলা বোধগম্য নয়। এটি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।"

গবেষকরা মনে করেন, মহাকাশে শব্দ রেকর্ডের বিষয়টি একটি বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা উচিত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com