আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে দুর্গাপুর ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পিএম

এনসিটিবি কর্তৃক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ‘ আদিবাসী ছাত্র জনতা’ আহুত বিক্ষোভ সমাবেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী সংগঠন ‘স্টুডেন্ট ফর সভেরেন্টি’ এর নৃশংস সন্ত্রাসীর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
বরিবার(১৯ জানুয়ারি) বিকালে পৌর শহরে প্রেসক্লাব মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়ে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, আদিবাসী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অবনী কান্ত হাজং,ছাত্র ইউনিয়নের নেত্রকোণা জেলা সংসদের সদস্য নূর আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম,আদিবাসী ছাত্র নেতা অন্তর হাজং প্রমুখ।