প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:২২ পিএম আপডেট: ১৫.০১.২০২৫ ৩:২৩ PM

নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল এনসিটিবির সামনে অবস্থান নিলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেলা ১২টার দিকে এনসিটিবির সামনে পৌঁছানোর পর স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। মানব ব্যারিকেড ভেঙে দু’পক্ষই এনসিটিবির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের পর পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
অন্যদিকে স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের সদস্যরা হামলার বিচার দাবিতে মতিঝিল মেট্রো স্টেশনের কাছে সড়কে অবস্থান নেন। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তীব্র উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিতর্কের শুরু নবম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা একটি চিত্রকর্ম থেকে। ওই চিত্রকর্মে একটি গাছের পাঁচটি পাতায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আদিবাসী শব্দগুলো লেখা ছিল। পাশে ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’ কথাটি।
স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেয়। গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতেই ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।