শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র এখনো চলমান   বাড়িতে আগুন : এখনো তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন কাফি   দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা   শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না : ড. ইউনূস   বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল   যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব ট্রাম্পের, শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তির কথা বললেন মোদি   আমিরাত সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাকরাইন উৎসবের আড়ালে মাদক ও ডিজে পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:৫৪ AM

ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মঙ্গলবার সারা দিন পুরান ঢাকার অলিগলিতে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেছিলেন। ঘুড়ি ও ফানুস উড়িয়ে এবং ফটকা ফাটিয়ে তারা সাকরাইন উদ্যাপন করেন। 

সূর্য ওঠার পর থেকে বাড়ির ছাদে বাহারি রংয়ের ঘুড়ি উড়তে দেখা যায়। সন্ধ্যা পর বাসা বাড়ির ছাদে ডিজে পার্টি ও হিন্দি গানের আসর বসে।

এসব আয়োজনে অলিগলি মুখরিত হয়ে ওঠে। তবে এসব আয়োজন নিয়ে অনেক বাসিন্দাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ আওয়াজ অনেকে সমস্যায় পড়েন। এছাড়া শিশু-বৃদ্ধ ও অসুস্থদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

গেণ্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী, শাঁখারী বাজার, চকবাজার, লালবাগ, হাজারীবাগসহ একাধিক এলাকায় বাড়ির ছাদে বাসিন্দারা ঘুড়ি উড়িয়ে উৎসব করেন। প্যারিদাস রোডে ৮ থেকে ১০টি বাড়ির ছাদে ডিজে পার্টি ও গান-বাজনার আয়োজন দেখা যায়।

এমনকি অনেক বাড়ির ছাদ ভাড়া নিয়ে ডিজে পার্টি ও মাদকের আসর বসায় তরুণরা। স্থানীয়দের অভিযোগ, ফানুস ও আতশবাজি পুরান ঢাকার ঐতিহ্যের অংশ হলেও এগুলোর অপব্যবহার জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মাদকের ব্যবহার দিন দিন বাড়ছে। এ অপসংস্কৃতির চর্চা উৎসবের ঐতিহ্যবাহী চিত্রকে নষ্ট করছে। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করার পাশাপাশি মাদক ও ডিজে পার্টি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম শান্ত বলেন, সাকরাইন শুধু একটি উৎসব নয়, এটি পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। কিন্তু ডিজে পার্টি, মাদক এবং অশ্লীলতার কারণে এর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

লালবাগ বিভাগের ডিসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, পুরান ঢাকার বিভিন্ন রেড জোন শনাক্ত করা হয়েছে। চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় শব্দযুক্ত সাউন্ড বক্সসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সাকরাইন উৎসব উপলক্ষ্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসাবে পুরান ঢাকার শাঁখারী বাজারের ১১৩ নম্বর এলাকা, পান্নিটোলা জিতু টেইলার্সের সামনে থেকে ৩৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com