প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:৩১ পিএম

গত ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরা হলো না রাজধানীর লালবাগে বসবাসকারী অটোরিক্সা চালক মাহবুবু আলমের (৩২)।
সেই রাতেই আনুমানিক দেড়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে লালবাগের জেএন সাহা রোডে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্যরা তার উপর হামলা করে।
হামলাকারীদের আক্রমণে হাতে, মাথায় ও পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃতুবরণ করেন মাহবুব।
পরবর্তীতে মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়।
এ ঘটনায় মাহবুবের মা মোছা. আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আসামি ইমরানসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় আসামিরা।
হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় র্যাব-১০, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে সেখান থেকে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মাহাবুব হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মো. ইমরান হোসেন (৩০)কে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।