প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৮:১১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেব না।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত আগামী কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘স্থানীয় সরকারের বিষয়ে সরকার একটি কমিশন গঠন করেছে। এ কমিশন কী রিপোর্ট দেয় তা আমরা আগে দেখতে চাই। তারপর আমাদের দলের অবস্থান কী সেটা দেখবো ও বলবো।’
তিনি বলেন, ‘এই সরকার সংস্কারের কথা বলছেন। সরকারকে আমরা বলতে চাই, সংস্কারের জন্য এক বছর সময় লাগে না। যারা বলে, অল্প সংস্কার চাইলে এই বছরেই নির্বাচন দেওয়া সম্ভব, কিন্তু বেশি সংস্কার চাইলে কত সালে নির্বাচন দেবে এ কথা বলেনি সরকার। আমি সরকারের উদ্দেশে বলতে চাই, বেশি সংস্কার করলেও ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। অর্থাৎ কী কী সংস্কার করবেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কারগুলো করার জন্য তেমন কিছুই দরকার নাই। শুধু রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করবেন। যদি একটি সংস্কার হয় একটি অধ্যাদেশ জারি করবেন, আর যদি ২০০ সংস্কার হয় তাহলে ২০০টি অধ্যাদেশ জারি করবেন।’
এ সময় সরকারকে উদ্দেশে তিনি আরও বলেন, ‘সংস্কারের জন্য এত টালবাহানা করার দরকার কী? সরকার নিজেও কোনও সংস্কার করছেন না।’
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবিরসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী।