শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
সুপ্রিম কোর্ট বার সভাপতি-সম্পাদককে হাইকোর্টে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৬:০৯ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্নার নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সমিতির সভাপতি ও সম্পাদককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ জানুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত হতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ এ আদেশ দেন।

শুনানির সময় সুপ্রিম বার এসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না নিষিদ্ধের বিষয়টি জানতে পেরে বিচারপতিগণ আশ্চর্য বোধ করেন। একইসঙ্গে গরুর মাংসের মতো একটি বৈধ খাবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে কেন রান্না করতে দেওয়া হবে না এ ব্যাপারে আদালত সরকার পক্ষের আইনজীবীদের কাছে জানতে চান।

এসময় কোর্টে উপস্থিত প্রায় সকল আইনজীবীগণ ওই মামলার সমর্থনে একাত্মতা পোষণ করেন এবং আদালতে মামলার সমর্থনে দাবি জানান।

আদালত সামগ্রিক বক্তব্য শুনে আগামী সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদককে আদালতে উপস্থিত হতে বলেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের এ রিট আবেদন করেন। তিনি বলেন, এর আগে সুপ্রিম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করা হয়েছিল। তিনি ব্যবস্থা না নেওয়ায় এখন হাইকোর্টে রিট আবেদন করেছি।

রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।

রিটে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাদের পেশাগত কাজে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোর্টে অবস্থান করেন। বেশিরভাগ আইনজীবীকে তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সারতে হয় সুপ্রিম কোর্টের ক্যান্টিনগুলোতে। কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি করা হয় না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অবৈধ ও অসাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে ক্যান্টিনগুলো গরুর মাংস রান্না ও বিক্রি করতে পারে না।

আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের ‘বেশিরভাগ আইনজীবী’ ইসলাম ধর্মের অনুসারী। আবার ইসলাম ধর্মাবলম্বী আইনজীবীদের মধ্যে বেশিরভাগ আইনজীবীই তরুণ। অপরদিকে গরুর মাংস ইসলাম ধর্মাবলম্বী মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অবৈধ ও অসাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে মুসলিম ধর্মাবলম্বী আইনজীবীরা বারের ক্যান্টিনগুলোতে গরুর মাংস খেতে পারছেন না।

রিটকারী আইনজীবীর যুক্তি, ‘এর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীন ‘জীবনের অধিকার’ এ হস্তক্ষেপ করা হয়েছে; তাই এখানে গরুর মাংস রান্না ও বিক্রি করতে নিষেধাজ্ঞা সম্পূর্ণ বৈআইনি ও অসাংবিধানিক।’

আবেদনে বলা হয়, স্বাস্থ্যগত কারণে বা ধর্মীয় বিশ্বাসগত কারণে যারা গরুর মাংস খেতে চান না, তাদের জন্য ক্যান্টিনগুলোতে কিছু ‘আলাদা’ চেয়ার ও টেবিল রাখা যেতে পারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com