শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: এসিআই মোটরসে বড় নিয়োগ   সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   
নাজমুল আবেদীনের সঙ্গে দুর্ব্যবহার, যা বললেন বিসিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:১১ AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপে নিজেই বিষয়টি সামনে এনেছেন তিনি। ঘটনার জেরে নাজমুল আবেদীন বোর্ডের দায়িত্ব ছাড়তে চাচ্ছেন, খবর হয়েছে এমনও। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।

সোমবার বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। রোববার ভেন্যু পরিদর্শনে আসেন ফারুক আহমেদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল আবেদীন ফাহিমের অভিযোগের বিষয়টি নিয়েও কথা বলেন। বিসিবি প্রধানের ভাষ্য, মতের অমিল হতেই পারে, কিংবা ভুল বোঝাবুঝিও। তবে এগুলো নিজেদের মধ্যে সমাধান করা উচিত।

আলোচনায় আছে নাজমুল আবেদীন বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করতে চান। বিষয়টির সাথে একমত নন ফারুক আহমেদ। বললেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমনকিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। যমুনা টিভির সাথে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সাথে ছিল। নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোকসংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

নাজমুল আবেদীনের সঙ্গে এমন আচরণের ব্যাখাও দিয়েছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সবমিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’

নাজমুল আবেদীন ফাহিমের সাথে বিষয় ইতিমধ্যে সমাধানও করে ফেলেছেন বিসিবি প্রধান। বললেন, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।’

বিষয়টাকে দুর্ব্যবহার হিসেবে মানতে নারাজ বিসিবি প্রধান। বললেন, ‘দুর্ব্যবহারটা আসলে, এটা তো একটা আপেক্ষিক টার্ম। মানে আপনাকে ছোট্ট একটা কথা বললে দুর্ব্যবহার, মানে জিনিসটা হয় কী, এটা একটা আপেক্ষিক ব্যাপার। দুর্ব্যবহার মানে যেই কথাটা জোরে কথা বলেছি বা এইরকম কোনো কথা বলেছি, যেটা উনি পছন্দ করেন নাই।’

এর আগে বিসিবি প্রধানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে জানান বিষয়টি।

বোর্ড সভাপতি ঠিক কী বলেছিলেন সেটি প্রকাশ না করলেও বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক ফাহিম বলেন, ‘আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

ফাহিমের ভাষ্যে, ‘আমি জানি না কেনো প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারত। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’

তখন বোর্ড থেকে সরে যাওয়ার কথাও বলেন নাজমুল আবেদীন, ‘আমার মাঝেমধ্যে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা।’

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাজমুল আবেদিন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com