মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ট্রাম্পের বেয়াই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের আরব ও মধ্যপ্রাচ্য-বিষয়ক উপদেষ্টা মাসাদ বুলোস, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরব ও মধ্যপ্রাচ্য-বিষয়ক উপদেষ্টা মাসাদ বুলোস, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন লেবানিজ-আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসকে। তিনি আরব ও মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।

গতকাল রোববার (১ ডিসেম্বর) ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন।

মাসাদ বুলোস হচ্ছেন ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্পের শ্বশুর। এর মধ্য দিয়ে পরিবারের আরেক সদস্যকে ট্রাম্প তার প্রশাসনে নিযুক্ত করলেন। যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় আরব-আমেরিকান এবং মুসলিম নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন।

মাসাদ বুলোসের মনোনয়ন ঘোষণা করে ট্রাম্প তার পোস্টে লিখেন, ‘আমি মাসাদ বুলোসকে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পেরে আনন্দিত ও গর্বিত।’

গত কয়েকদিন আগেই ট্রাম্প তার পুত্রবধূ জ্যারেড কুশনারের বাবা রিয়েল এস্টেট ব্যবসায়ী চার্লস কুশনারকে ফ্রান্সে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।

বুলোস ট্রাম্পের পক্ষে লেবানিজ ও আরব-আমেরিকানদের সমর্থন সংগ্রহ করতে কাজ করেছেন। ঠিক একই সময়ে মার্কিন সরকার লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়েছিল।

বুলোসের পরিবারের ইতিহাস লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা ও দাদা উভয়েই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার শ্বশুর হিজবুল্লাহভিত্তিক ‘ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট’ দলের প্রধান অর্থদাতা ছিলেন।

এ ছাড়া লেবাননে সঙ্গে বুলোসের জোড়াল সম্পর্ক রয়েছে। তিনি হিজবুল্লাহর সঙ্গেও সম্পর্ক বজায় রাখছেন।

মধ্যপ্রাচ্যে বুলোসের রাজনৈতিক যোগাযোগ এবং তার পরিবারের প্রভাব মার্কিন প্রশাসনে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং কৌশল এনে দিতে পারে। এ ছাড়া মধ্যপ্রাচ্য নিয়ে তার রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক সম্পর্ক এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য-নীতি গঠনে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

মিশিগানে ট্রাম্পের নির্বাচনি জয়ে বুলোসের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আরব-আমেরিকান এবং মুসলিম ভোটারদের সমর্থন লাভের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র: রয়টার্স



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com