প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রুনির ভাই ও মামলার বাদী নওশের রোমান সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনজীবী শিশির মনির বলেন, সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করব। সেজন্য দ্রুত তদন্ত কর্মকর্তাদের সঙ্গে মিটিং করব। একইসঙ্গে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাব।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তাদের একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ (৫) সেসময় বাড়িতে ছিল। হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিন দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের ব্যর্থতার পর মামলাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তর করা হয় ২০১২ সালের ১৮ এপ্রিল।
মামলার আট আসামির দুই জন বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল ও তার কথিত বন্ধু তানভীর রহমান জামিনে আছেন। অপর ছয় আসামি মিন্টু ওরফে বারগিরা মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুন, রফিকুল ইসলাম, এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির ও আবু সাঈদ কারাগারে রয়েছেন। তবে এই আট জনের কেউই এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেননি।