
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেই হার লেখা হয়ে গিয়েছিল টাইগারদের ভাগ্যে। ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুঁটিয়ে যাওয়া বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ৫১৫ রানের টার্গেট ছুড়ে ভারত।
প্রথম ইনিংসে সফরকারীদের ব্যাটিং ব্যর্থতাই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। দ্বিতীয় ইনিংসে দেখার ছিল প্রতিরোধ স্থায়ী হয় কতক্ষণ। তৃতীয় দিন ব্যাট হাতে দুই ওপেনারে শুরুটা খারাপও ছিল না। কিন্তু সাদমান, জাকির ফিরতেই ধীরে ধীরে প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে।
আগের দিনই ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ চতুর্থ দিন সকালে ঘণ্টখানেকের মতো প্রতিরোধ গড়েছিল সাকিব-শান্তর দৃঢ়তায়। এই জুটি ভাঙতেই বাকি এক ঘণ্টায় লাঞ্চের আগে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
তবে তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না চেন্নাই টেস্ট। চতুর্থ দিনেই হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। সেই শঙ্কায় সত্যি হলো। চতুর্থ দিনের প্রথম সেশনেই হেরেছে টাইগাররা। বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে শিবমন গিল ও রিষভ পন্থের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। ১২৮ বলে ১০৯ রান করেন পন্থ। আর ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে চার উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ ও সাকিব আল হাসান ১৪ বলে ৫ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে। দিনের শুরুটা ভালো করেছিল এই দুই ব্যাটার।
তবে দলীয় ১৯৪ রানে ৫৬ বলে ২৫ রান করে আউট হন সাকিব। তার বিদায়ের পর ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
লিটন দাস ১০ বলে ১, মেহেদী হাসানম মিরাজ ১০ বলে ৮ রান করে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শান্ত।
তবে দলীয় ২২২ রানে ১২৭ বলে ৮২ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ৬২ ওভার ২ বলে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের পক্ষে অশ্বিন নেন ৬টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬২.১ ওভারে ২৩৪/১০, লক্ষ্য ৫১৫ (নাহিদ ০*; জাকির ৩৩, সাদমান ৩৫, মুমিনুল ১৩, মুশফিক ১৩,সাকিব ২৫ , লিটন ১, মিরাজ ৮, শান্ত ৮২, তাসকিন ৫, হাসান ৭)
ফল: ভারত ২৮০ রানে জয়ী।
দ্বিতীয় ইনিংসে ভারত ৬৪ ওভারে ২৮৭/৪ ডি., লিড ৫১৪ (রাহুল ২২*, গিল ১১৯*: রোহিত ৫, জয়সওয়াল ১০, কোহলি ১৭, পান্ত ১০৯)
প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭.১ ওভারে ১৪৯/১০ ( মিরাজ ২৭*; সাদমান ২, জাকির ৩, মুমিনুল ০, শান্ত ২০, মুশফিক ৮, লিটন ২২, সাকিব ৩২, হাসান ৯, তাসকিন ১১, নাহিদ ১১)
প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭)