শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১

শিরোনাম: পেশায় শিক্ষক হলেও প্রতারণায় বিজ্ঞ জামান মিয়া    সাকিব দেশের মাটিতেই পূর্ণ নিরাপত্তায় অবসর নেবেন, চাওয়া আসিফের    বাংলাদেশে প্রথম ড্রোন কারখানা স্থাপনের চুক্তি    চার বছর পর জুমা পড়াচ্ছেন খামেনি, বড় ঘোষণা আসছে    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায়    হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার    যুক্তরাষ্ট্রে আড়াই কোটি টাকায় লবিস্ট নিয়োগ জয়ের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার সময় এসেছে: ফারুকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন। এ ভাষণ শুনে আশ্বস্ত হওয়ার কথা বললেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

কারণ তিনি মনে করেন, গত কিছুদিন ধরে দেশের মানুষের একতার স্পিরিটে কিছুটা ছন্দপতন দেখছিলেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর তাই তিনি আশ্বস্ত।



ফেসবুকে ফারুকী লিখেন,‘প্রফেসর ইউনুসের আজকের (গতকাল বুধবার) বক্তৃতা আমাকে অনেক বেশী আশ্বস্ত করেছে। তার কথার মধ্যে স্পষ্ট ইংগিত ছিলো ইনক্লুসিভনেসের। আজকে তাঁকে মনে হয় নাই উনি কেবল একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন। এটা এই মুহূর্তে আমার বিবেচনায় সিগনিফিক্যান্ট কারণ আমি গত কিছুদিন অনুভব করছিলাম মানুষের একতার স্পিরিটটা একটু আলগা হয়ে আসছে।’

একতার ছন্দপতন নিয়ে ফারুকী আরো বলেন, ‘যেদিন থেকে  ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে ছাত্রদের বের করে দিয়েছিলো হাসিনা, সেদিন থেকে প্রাইভেট ইউনিভারসিটি, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, বিএনপি, বাম দল, জামাত সহ সব রাজনৈতিক দল, শ্রমিক, গৃহিনী, অভিভাবকসহ সবাই যে স্পিরিট নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো সেই স্পিরিটই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটায়। এই স্পিরিটটা আমি বন্যা পর্যন্ত দেখেছি। সবাই তখন দেশটা ওউন করতেছিলো। কিন্তু এর পরেই ঘটে সাময়িক ছন্দপতন। কেমন সবাই হিজ হিজ হুজ হুজ হতে শুরু করলো।’

কেন এই ছন্দপতন, এ নিয়েও নিজের মত ব্যক্ত করেন ‘মেড ইন বাংলাদেশ’ এর এই নির্মাতা। ফারুকী লিখেন,‘আমরা এখন নতুন সমাজ বানাতে চাই। ফলে আমাদের খোলাখুলি বলা উচিত এই ছন্দপতন শুরু হয় আন্দোলনের কৃতিত্ব এবং মাস্টারমাইন্ড বিষয়ক বিতর্কে। সময় এসেছে এই আত্মঘাতী কাজ থেকে বিরত থাকা। এই আন্দোলনের মাস্টারমাইন্ড আওয়ামী লীগ বাদে সবাই।’

বিভাজনের খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে ফারুকী এসময় আরো বলেন, ‘বিভাজনের খেলা বন্ধ করি চলেন। মনে রাখবেন বিপ্লব সফল হয় অন্তর্ভুক্তিতে। বিপ্লব ঝুঁকিতে পড়ে বিভক্তিতে। আওয়ামী লীগ বাদে যারা আছেন তারা একে অন্যকে আক্রমণ না করে, নিজেদের কর্মসূচী নিয়ে জনতার কাছে যান। জনতা যাঁদের ভোট দিবে তারা সরকার গঠন করবেন। যারা ভোট কম পাবেন তাঁদেরও ভূমিকা থাকা উচিত নতুন সহনশীল বাংলাদেশ নির্মাণে। এই মুহূর্তে আক্রমণ আক্রমণ খেলা সবাই বন্ধ করা জরুরী। যারা রাজনৈতিক দলে আছেন অলরেডি এবং যারা দল করবেন- দুই পক্ষেরই। এবং সবাই সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]