প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন লালগোলাপ খ্যাত সাংবাদিক শফিক রেহমান। তিনি ডায়াবেটিস, পারকিনসনিজম, আর্থ্রাইটিস, স্পনডিওলাইসিস রোগে ভুগছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শফিক রেহমানকে দেখতে আজ বুধবার হাসপাতালে যান দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক শফিক রেহমানের অসুস্থতার খবর পেয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পাঠিয়েছেন। তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। তারেক রহমান তার আশু রোগমুক্তি কামনা করেছেন।’
২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় পুলিশের একজন কর্মকর্তার করা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও দৈনিক ‘যায় যায় দিন’-এর সাবেক সম্পাদক শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে গত ১৮ আগস্ট দেশে ফেরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।