প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৯:৫৩ পিএম

“অর্ন্তভুক্তিমূলক উপাও ব্যবহার করি, সাম্যের ভিওিতে সহনশীল ভবিষ্যৎ গরি” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বৃহস্প্রতিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
মৌলভীবাজার পরিবার পরিকল্পনার উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন ও ডা: বিশ্বজিৎ ভৌমিক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনায় কর্মরত ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৯ জন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।